ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খুলনায় পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১১:২০, ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খুলনায় ছয়দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। 

বুধবার সকালে খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন রেললাইনের উপর বিক্ষোভ করে তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন তারা।

ছয় দফা দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে খুলনার বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। এতে খুলনা থেকে দেশের রেল চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের অন্যতম দাবিগুলো হল- জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপ-সহকারী পাশকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগ দিতে হবে। 

এছাড়া ছয় দফার সকল দাবি মানতে হবে বলে জানান তারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি