ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খুলনায় রেললাইনে খণ্ডিত লাশ উদ্ধার

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩০, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

খুলনা রেল স্টেশনের অদুরে নিউমার্কেট এলাকায় রেললাইনের ওপরে অজ্ঞাত খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটার দিকে দশ তলা শিল্পব্যাংক ভবনের পেছনে রেল লাইনে এই দ্বিখন্ডিত লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে 'সাগরদাড়ি এক্সপ্রেস' ট্রেনটি ওয়াশফিডে যাওয়ার সময় ট্রেনের নিচে ঝাপ দেন অজ্ঞাত ওই ব্যক্তি।তার শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত হয়ে গেছে। নিহত ব্যক্তির বয়স ৫০ থেকে ৫৫ বছর হতে পারে। 

খুলনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর আলম জানান,  রেলস্টেশন মাস্টার জাকির হোসেনের মাধমে খবর পেয়ে এসে লাশটি উদ্ধার করেছি। ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে নাম-ঠিকানা শনাক্ত করার জন্য পিবিআই টীমকে ডাকা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি