খুলনায় সিটি নির্বাচনের বড় ইস্যু জলাবদ্ধতা দূরীকরণ (ভিডিও)
প্রকাশিত : ১০:৫৯, ২৯ এপ্রিল ২০১৮
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ে খুলনা মহানগরীর বেশিরভাগ এলাকা। দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। এ’ অবস্থায় আসন্ন সিটি নির্বাচনে জলাবদ্ধতা দূরীকরণ ইস্যুকে বড় করে দেখছেন ভোটাররা। আর মেয়র প্রার্থীরা দিচ্ছেন জলাবদ্ধতা নিরসনের আশ্বাস।
বৃষ্টির পরে হরহামেশা এমন চিত্র দেখা যায় খুলনা নগরীতে। থৈ থৈ পানিতে তলিয়ে যায় পিচঢালা পথ। যান্ত্রিক জীবনে খুলনা নগরবাসীর দুর্ভোগের আরেক নাম জলাবদ্ধতা।
বছরের পর বছর এমন অবস্থা খুলনা মহানগরীতে। ড্রেন থাকলেও বন্ধ পানি নিষ্কাশনের পথ। সিটি করপোরেশনের হিসাব অনুযায়ি, খুলনা নগরীতে এক হাজার একশ’ ৬৫ কিলোমিটার এলাকায় ড্রেনেজ ব্যবস্থা রয়েছে। তবে, এ’সব ড্রেনের বেশির ভাগই অকেজো ও ভাঙ্গাচোরা। এছাড়া, খাল দখল হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশনের পথ।
এদিকে, সিটি নির্বাচন সামনে রেখে জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিচ্ছেন মেয়র প্রার্থীরা।
আসন্ন সিটি নির্বাচনে জলাবদ্ধতা নিরসনই ভোটারদের কাছে অন্যতম প্রধান ইস্যু বলে জানিয়েছে নগরবাসী।
আরও পড়ুন