খুলে দেওয়া হয়েছে গাইবান্ধায় ওষুধের দোকান
প্রকাশিত : ০৯:৫৮, ৩ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৩:০৭, ৩ ফেব্রুয়ারি ২০১৮
গাইবান্ধা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ডাকে অনির্দিষ্টকালের ওষুধের দোকান বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে সব ওষুধের দোকান খুলে দেওয়া হয়েছে। শুক্রবার রাতে গাইবান্ধার পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদের মধ্যস্থতায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি গাইবান্ধা জেলা শাখার সভাপতি মো. আব্দুর রশিদ জানান, প্রশাসনের উদ্যোগে শুক্রবার রাতে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সব ওষুধের দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হলে ব্যবসায়ীরা ওষুধের দোকান খোলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবারে গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানজিল আহমেদ মোনার বোন শারমিন আক্তারের সঙ্গে কথা কাটাকাটির সূত্র ধরে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ওষুধ ব্যবসায়ীদের দ্বন্দ্ব হয়। এ দ্বন্দ্বের জের ধরে বৃহস্পতিবার বিকেল থেকে গাইবান্ধার সব ওষুধের দোকান বন্ধ রাখার ঘোষণা দেয় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি গাইবান্ধা জেলা।
একে//এসএইচ
আরও পড়ুন