ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪

খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের সব গেইট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১, ২৫ আগস্ট ২০২৪ | আপডেট: ১৫:২০, ২৫ আগস্ট ২০২৪

কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কাও নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (২৫ আগস্ট) সকাল ৮টা ১০ মিনিটে বাঁধের ১৬টি স্পিলওয়ে ছয় ইঞ্চি পরিমাণ খুলে দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হবে বলে জানান কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।

তিনি আরও জানান, বর্তমানে হ্রদের পানির প্রবাহ ও বৃষ্টিপাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পানির লেভেল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে স্প্রীলওয়ের গেইট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে।

এটিএম আব্দুজ্জাহের বলেন, ‘কাপ্তাই হ্রদের স্বাভাবিক নিয়মে এ বাঁধ খোলা হয়েছে। এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যে ৬ ইঞ্চি পানি ছাড়া হয়েছে তাতে নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা নেই। সবাইকে অনুরোধ করবো সামাজিক যোগাযোগ মাধ্যমের ভুল বার্তায় আতঙ্কিত হবেন না।’

এর আগে শনিবার রাত ১০টায় খোলার কথা থাকলেও তা খোলা হয়নি কাপ্তাই বাঁধের গেইট। প্রত্যাশিত পানির ফ্লো না থাকায় এবং রাতে বাঁধ খোলা নিয়ে আতঙ্কিত হওয়ার আশঙ্কাসহ সব দিক বিবেচনা করে তা খোলা হয়নি বলে জানায় কর্তৃপক্ষ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি