ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খুশির আমেজে ছুটিতে মিমি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৪, ১৩ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

বাংলা ছবির জগতে মিমি চক্রবর্তীর পরিচয় আলাদা করে দেওয়ার কিছু নেই৷ সংবাদ শিরোনামে তিনি থাকেন বিভিন্ন সময়ে৷ কখনও নতুন সম্পর্ক নিয়ে, তো কখনও সম্পর্ক বিচ্ছেদ৷ আবার কখনও ভালো ভালো ছবি নিয়ে হাজির হন দর্শকদের সামনে।

কিছুদিন আগেও তাকে নিয়ে এই কথা শোনা যাচ্ছিল যে রাজের সঙ্গে নাকি আবারও তাঁর সম্পর্ক জোড়া লেগেছে। তাঁরা নাকি একসঙ্গে গোয়া বেড়াতে গিয়েছেন এমনটাও শোনা যাচ্ছিল টলি পাড়ায়। তবে সেই গুজব কে এক ধাক্কায় তিনি উড়িয়ে দিয়েছেন জোরালো টুইট করে।

তবে এখন তিনি চান শান্তি। বহু ধাক্কা এড়িয়ে, বহু বিতর্কের পর এবার নিজের মত করে সময় কাটাতে জলপাইগুড়ি পাড়ি দিলেন মিমি। আগে কি হয়েছে সেই দিকে একেবারেই নজর না দিয়ে পরিবারের সঙ্গে খুশির আমেজে মেতে উঠেছেন এই নায়িকা।

সূত্র : কলকাতা ২৪

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি