খেলার মাঠে মানবিক আচরণ, প্রশংসায় ভাসছেন জাকের আলী
প্রকাশিত : ১২:৫১, ২০ ডিসেম্বর ২০২৪
প্রবাদ আছে, যেমন কুকুর তেমন মুগুর। বাংলাদেশ ক্রিকেট দলটি বোধ হয় এই প্রবাদের উজ্জ্বল উদাহরণ। এর প্রমাণ অতীতে বহুবার দিয়েছে টাইগার বাহিনী। এর আগে বহুবার সাকিব আল হাসান, মাশরাফি, মাহমুদ্দুল্লাহ বা মিরাজসহ অনেকেই এই তকমা নিয়ে হয়েছেন সমালোচিত। আবার অনেক কারণে এরাই আবার ভেসেছেন দর্শকদের প্রশংসায়।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও এমন ঘটনাই ঘটল। তবে এবার আর সমালোচনা নয়, বিশ্বমিডিয়া প্রশংসায় পঞ্চমুখ টাইগার ব্যাটার জাকের আলীর।
শুক্রবার (২০ ডিসেম্বর) জাকেরের ৪১ বলে ৭২ রানের ইনিংসটি নিশ্চয়ই বাংলাদেশের জয়ের প্রধান কারণ, তবে ইনিংসের ১৪তম ওভারে তার মানবিক আচরণ মুগ্ধ করেছে সবাইকে। সেই কারণে মাঠের বিপক্ষ খেলোয়াড়, উপস্থিত দর্শক আর কমেন্টি বক্স ছাড়িয়ে জাকিয়ের প্রশংসায় পঞ্চমুখ লক্ষ কোটি মানুষ।
ঘটনাটি ঘটে ম্যাচের ১৪তম ওভারের প্রথম বলে। ওয়েস্ট ইন্ডিজের বোলার মটির একটি শর্ট বলকে লক্ষ্য করে জাকের আলি পুল শট খেলেন। বলটি উড়ে গিয়ে ডিপ মিড উইকেট অঞ্চলের দিকে যায়, যেখানে ফিল্ডার ওবেদ ম্যাককয় ক্যাচ ধরার চেষ্টা করেন। ম্যাককয় বলটি ধরার জন্য ডাইভ দেন, তবে বলটি তার হাত থেকে ফসকে যায় এবং তিনি বাজেভাবে মাটিতে পড়ে যান। এই সময় জাকের আলি ও তার সঙ্গী দুটি রান সম্পন্ন করেন। ম্যাককয়ের মিস ফিল্ডিং এর সুবাদে তৃতীয় রান নেওয়ার সুযোগ তৈরি হয়।
কিন্তু এখানেই দেখা যায় জাকের আলির মানবিকতার দিকটি। তিনি লক্ষ্য করেন যে, ফিল্ডার ম্যাককয় ব্যথায় মাটিতে পড়ে আছেন। এই পরিস্থিতিতে রান নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তিনি অপরপ্রান্তে থাকা শামীম পাটোয়ারিকে সিগন্যাল দেন তৃতীয় রান না নিতে। এই ছোট অথচ গভীর মানবিক আচরণ ক্রিকেট খেলার চেতনার উদাহরণ হয়ে ওঠে।
জাকেরের এই আচরণ শুধু মাঠে উপস্থিত দর্শক নয়, ধারাভাষ্যকার, ক্রিকেট বিশ্লেষক এবং বিশ্বব্যাপী ক্রিকেটপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে। তবে বাংলাদেশি খেলোয়াড়দের ভদ্রতার নজির এই প্রথম নয়।
এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার সময় ইশ সোধিকে ম্যাঙ্কাড আউট করেছিলেন হাসান মাহমুদ। আম্পায়ারও আউট দিয়ে দেন, কিন্তু পরে অধিনায়ক লিটন দাস ও বোলার হাসান মাহমুদ ইশ সোধিকে ডেকে এনে আম্পায়ারের সিদ্ধান্ত বদল করান।
এসএস//