ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

খেলায় নিষিদ্ধ হয়েও খুশি রামোস!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫০, ৪ এপ্রিল ২০১৮

কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আর খেলা হচ্ছে না রিয়াল মাদ্রিদ অধিনায়কের। জুবেন্টাসের বিপক্ষে মাঠে নেমে ৫৪ মিনিটের মাথায় পেছন থেকে পাওলো দিবালাকে চার্জ করে পেলেন হলুদ কার্ড।

এ ঘটনায় হাতশ হয়েছিল রিয়াল ভক্তরা। কিন্তু ৬৪ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর অবিশ্বাস্য এক গোল আর ৭২ মিনিটে মার্সেলোর আরেকটি দারুণ গোলে সব দুশ্চিন্তা দূর হয় রিয়াল ভক্তদের। 

এ নিয়ে জয়ের মাধ্যমে জুভেন্টাসের বিপক্ষে মাত্র এক গোলে এগিয়ে রিয়াল। পরের লেগ নিজেদের মাঠে হলেও রামোসকে ছাড়া খেলতে হবে রিয়ালকে। তাই কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে অনভিজ্ঞ জেসুস ভায়েহো ছাড়া জিদানের হাতে আর কোনো সেন্টার ব্যাকই নেই।

রামোস পরের লেগে খেলতে না পারলেও খুশি এর ব্যাখ্যায় তিনি বলেন “ম্যাচের ফল দেখে মনে হচ্ছে, দ্বিতীয় লেগ না খেলতে পারা ভালোই হবে আমার জন্য। ব্যাপারটা খারাপ না।’ রিপ্লেতে দেখা গিয়েছিল, দিবালার কনুই লেগেছিল রামোসের মুখে। কিন্তু রিয়াল অধিনায়ক পেছনে থাকায় তাকেই উল্টো হলুদ কার্ড দেখতে হয়েছে।”

তিনি আরোও বলেন, “আমার মনে হয়, এবারই প্রথম কনুইয়ের গুঁতো খেয়ে উল্টো কার্ড দেখতে হলো।”

তাই রামোস ঘরের মাঠে জয় নিশ্চিত করার কাজটা সতীর্থদের কাঁধেই ছেড়ে দিয়েছন।

 

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি