ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খেলোয়াড়দের চাঙ্গা করতে ইংল্যান্ড কোচের কৌশল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২০, ৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের কোচ ক্রোয়েশিয়ার বিপক্ষে বুধবারের ম্যাচকে সামনে রেখে খেলোয়াড়দের মন চাঙ্গা করার জন্য এক কৌশল অবলম্বন করেছেন। ইংল্যান্ডকে সেমি ফাইনালে নিয়ে যাওয়ার পরই রোববার দলের খেলোয়াড়দের স্ত্রী ও গার্লফ্রেন্ডের সঙ্গ ভোগ করতে রেপিনো প্রশিক্ষণ ক্যাম্পের পাশে নৈশভোজের আয়োজন করেছেন তিনি।

আর তাতে ডেকে নেন খেলোয়াড়দের স্ত্রী ও গার্লফ্রেন্ডদের। শুধু তা-ই নয়, তিনি নিজের স্ত্রীকে ডেকে আনেন ইয়র্কশায়র থেকে।

খেলোয়াড়রা যেমন তিনি উন্মাদনায় মাতিয়েছেন, তেমনি নিজেও মেতেছেন।

বুধবার সেমিফাইনালে তার দল মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। সেখানে ক্রোয়েশিয়াকে কুপোকাত করতে পারলে তারা বিশ্বকাপের স্বপ্নের অনেক কাছেই চলে যেতে পারবেন।

আর এরই মধ্যে যে কয়েকটি দল টিকে আছে তার মধ্যে ফেভারিটের মর্যাদা পাওয়া শুরু করেছে ইংল্যান্ড। ফলে সবচেয়ে বড় যে বিষয়টি, তাহলো খেলোয়াড়দের মনোবলকে চাঙা রাখা।

তিনি বলেন, খেলোয়াড়দের পরিবার আছে। তারা তাদের সঙ্গে একত্রিত হয়েছেন। আমরা সেই পারিবারিক মর্যাদা বুঝি এবং তাদেরকে আমাদের সঙ্গে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছি। আমরা মনে করি তারা এটা এনজয় করবেন। তারপর আবার লড়াইয়ের ময়দানে ভালো করবেন।

তিনি বলেন, ক্রোয়েশিয়া খুব ভালো ফুটবল খেলে। তাদের সঙ্গে খেলাটা হবে ব্রিলিয়ান্ট। আমরা আশা করছি খেলা শেষে আমরা আবার এনজয় করতে পারবো।

 

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি