ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

খোকসায় একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সিরাজ গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৬, ৫ অক্টোবর ২০২৪

কুষ্টিয়ার খোকসার একাধিক মামলার আসামি সন্ত্রাসী সিরাজ সরদার কে গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ।

সে কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের পূর্ব গোপালপুর গ্রামের মৃত বেগু সরদারের ছেলে। 

গত শুক্রবার রাত তিনটার দিকে কুষ্টিয়ার রাজবাড়ি সীমান্তবর্তী এলাকা থেকে একাধিক মামলায় আসামী শীর্ষ সন্ত্রাসী সিরাজ সরদার গ্রেপ্তার হয়েছে বলে জানান খোকসা থানার অফিসার ইনচার্জ আননূর যায়েদ।

সন্ত্রাসীর সম্রাট সিরাজ সরদার ১৯৯০ সালের পরবর্তী সময় থেকে চর অঞ্চলে স্ব-ঘেষিত এলাকায় মাজেদ-সিরাজ নামে সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে। এই বাহিনী দ্বারাই নির্যাতিত হয় খোকসা উপজেলার কয়েকটি গ্রামের সহস্রাধিক সংখ্যালঘু পরিবার।

সিরাজের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, সংখ্যালঘুর জমি দখলসহ বিভিন্ন ধরনের নির্যাতনের একাধিক মামলা রয়েছে।

স্থানীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অভিযোগ সহস্রাধিক সংখ্যালঘুদের দেশ ছাড়তে বাধ্য করেন এই সন্ত্রাসী সিরাজ বাহিনীর সিরাজ। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি