ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের চতুর্থদিনের আয়োজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৩, ২৩ অক্টোবর ২০২২

রাজধানীতে শুরু হওয়া ১১ দিনব্যাপী (২১-৩১ অক্টোবর) গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের চতুর্থদিন থাকছে পথনাটক, মঞ্চনাটক, সঙ্গীত ও আবৃত্তি পরিবেশনসহ নানা আয়োজন। 

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদেরএক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিদিনের মতো সোমবারও (২৪ অক্টোবর)  উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠান শুরু হবে বিকাল ৪টায়। মুক্তমঞ্চে পথনাটক পরিবেশন করবে বৃত্ত নাট্যদল। এছাড়া শিশু সংগঠন মন্দিরা সাংস্কৃতিক পাঠশালা, সন্ধান শিশু দলের পরিবেশনা, উদীচী কেন্দ্রীয় আবৃত্তি বিভাগের। দলীয় আবৃত্তি, সমস্বর-এর দলীয় সংগীত, আঙ্গীকাম এর দলীয় নৃত্য,  অলোক দাশগুপ্ত, মফিজুর রহমান বিরহী, রাজিয়া মুন্নির একক সংগীত পরিবেশনা, ইলা রহমান, এ,কে,এম, সামসুদ্দোহা, সুমন জামানের একক আবৃত্তি।

জাতীয় সঙ্গীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টায়। অনুষ্ঠানে দর্শনীর বিনিময় পরিবেশিত হবে স্বরকল্পন আবৃত্তিচক্র- এর আবৃত্তি প্রযোজনা ‘পরানের গহীন ভিতর’ এবং কথক নৃত্য সম্প্রদায়ের নৃত্যনাট্য ‘শ্রীরাধার মানভঞ্জন’।

জাতীয় নাট্যশালায় দর্শনীর বিনিময় নাটক প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ৭টায়। এদিন মঞ্চস্থ হবে প্রাচ্যনাটের ‘খোয়াবনামা’।

এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায়। পরিবেশিত হবে থিয়েটার আর্ট ইউনিটের নাটক ‘মাধব মালঞ্চী’।

স্টুডিও থিয়েটার সন্ধ্যা ৭টায় নাটক ভীমরতি পরিবেশন করবে নাট্যযোদ্ধা।

এছাড়া ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে (বাংলাদেশ মহিলা সমিতি) সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে দৃষ্টিপাত নাট্যদলের ‘সে এক স্বপ্নের রাত’।

এএইচএস


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি