ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের ১১তম দিনের অনুষ্ঠানমালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৫, ১৬ অক্টোবর ২০২৩

প্রতিবারের মতো এবারো দুই দেশের শিল্পীদের পারস্পারিক সংস্কৃতির অভিজ্ঞতা বিনিময় ও জনগণের আত্মার ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতে ৬ থেকে ১৭ অক্টোবর ১২ দিনব্যাপী গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০২৩ এর আয়োজন করেছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদ।

 ১৬ অক্টোবর ২০২৩ সোমবার উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠান শুরু হয় শিশু সংগঠন রঙ্গপীঠ শিশু দলের পরিবেশনা দিয়ে বিকাল ৪টায়।

উন্মুক্ত মঞ্চ: 
দলীয় সঙ্গীত পরিবেশন করে বুলবুল ললিতকলা একাডেমি, দলীয় নৃত্য পরিবেশন করে প্রিয়দর্শিনী, মাইম পরিবেশন করে মাইম আর্ট- নিথর মাহবুব
রাজন। একক সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সমর বড়ুয়া, নারায়ণ চন্দ্র শীল, হাবিবুল আলম, আবিদা রহমান সেতু, শ্রাবণী গুহ রায় ও শারমিন শাওন। একক আবৃত্তি পরিবেশন করেন শিল্পী আহসানউল্লাহ, তারেক আলী মিলন তমাল, শিরিন ইসলাম, সিদ্দিকুর রহমান পারভেজ ও অনিকেত রাজেশ।

জাতীয় নাট্যশালা মিলনায়তন: লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী) প্রযোজনা- আমরা তিনজন, রচনা: বুদ্ধদেব বসু, নির্দেশনা: লিয়াকত আলী লাকী

এক্সপেরিমেন্টাল থিয়েটার হল: গোবরডাঙ্গা নকশা (ভারত) প্রযোজনা বিনোদিনী, নাটক: মৈনাক সেনগুপ্ত, নির্দেশনা: আশিস দাস 

স্টুডিও থিয়েটার হল: ভিশন থিয়েটার প্রযোজনা- গালিভারের সফর, গল্প: আবুল মনসুর আহমদ, নাট্যরূপ: গোলাম সারোয়ার, নির্দেশনা: গোলাম শাহরিয়ার সিক্ত 

বাংলাদেশ মহিলা সমিতি: নাট্যম রেপার্টরী প্রযোজনা- কোথায় জলে মরাল চলে, রচনা: মোহন রাকেশ, অনুবাদ: অংশুমান ভৌমিক, নির্দেশনা: আইরিন পারভীন লোপা

জাতীয় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তন: কিংবদন্তী আবৃত্তি পরিষদের প্রযোজনা- আবৃত্তি শুদ্ধ আত্মার সম্মিলন ও নন্দনকলা কেন্দ্রের প্রযোজনা- নৃত্যনাট্য দুজনাকেই দেখব সমান।

আগামীকাল ১৭ অক্টোবর মঙ্গলবার উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠান শুরু হবে বিকাল ৪টায়।

উন্মুক্ত মঞ্চ: বাউল গান 

জাতীয় নাট্যশালা মিলনায়তন:  
বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস বাফা প্রযোজনা: নৃত্যনাট্য নকশীকাঁথার মাঠ

এক্সপেরিমেন্টাল থিয়েটার হল: বাংলা থিয়েটার প্রযোজনা- নীলদর্পন, রচনা: দীনবন্ধু মিত্র, নির্দেশনা: মামুনুর রশীদ

জাতীয় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তন: বাকশিল্পাঙ্গনের প্রযোজনা- আবৃত্তি সবার উপরে মানুষ সত্য ও উঠোন সংস্কৃতি চর্চা প্রতিষ্ঠানের প্রযোজনা- গীতিআলেখ্য সবার উপরে মানুষ সত্য।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি