গজ রেখে প্রসূতির পেট সেলাই
প্রকাশিত : ১৩:০৮, ২৮ ডিসেম্বর ২০১৭
নারায়ণগঞ্জে একটি হাসপাতালে প্রসূতির পেটে গজ রেখেই সেলাই করার অভিযোগ উঠেছে। শহরের খানপুর এলাকার আমেনা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে বুধবার হাসপাতালের সামনে বিক্ষোভ করে রোগীর স্বজনরা।
রোগীর মা রোমেলা বেগম জানান, ৫ সেপ্টেম্বর আমেনা জেনারেল হাসপাতালে তার মেয়ে লিপি আক্তারের সিজার করা হয়। এর কয়েকদিন পর হাসপাতালে থেকে বাড়ি চলে গেলে আমেনার অস্ত্রোপচারের স্থানে ইনফেকশন হয়। ড্রেসিংয়ের জন্য গত কয়েকদিনে তাকে ১৫ বার হাসপাতালে আনা হয়। এর মধ্যে রোগীর সিজারের সেলাই খুলে যায়। এতে রোগীর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।
বুধবার সন্ধ্যায় লিপি আক্তার (৩১) নামের ওই রোগীর জীবন সংকটাপন্ন হওয়ায় তার স্বজনরা হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
ভুক্তভোগী রোগী লিপি বেগমের বাড়ি সিদ্ধিরগঞ্জের সানারপাড় মৌচাক এলাকায়। তার মা জানান, সবশেষে মেয়ের অবস্থার অবনতি দেখে তাকে ফ্যামিলি ল্যাব হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে তার পেট থেকে গজ বের করা হয়। গত দুই দিন আগে তার পেট থেকে গজ বের করা হয়েছে। কিন্তু সে এখনও জীবন সংকটে রয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক শামীম বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে মৌখিকভাবে অভিযোগ শুনেছি। এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
একে// এআর
আরও পড়ুন