গজলশিল্পী মেসবাহ আহমেদের জন্মদিন আজ
প্রকাশিত : ১৪:২৮, ২৯ সেপ্টেম্বর ২০২০
দেশের জনপ্রিয় গজলশিল্পী মেসবাহ আহমেদের জন্মদিন আজ। ১৯৭৩ সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তিনি সুরের মানুষ, ছন্দের মানুষ, আরাধনামগ্ন এক শিল্পী। গানের পাশাপাশি তিনি পৈত্রিক ব্যবসা দেখাশুনা করছেন।
মেসবাহ আহমেদের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। বাবা মোসলেম উদ্দিন আহমেদ পেশায় ব্যবসায়ি ছিলেন এবং মা ফিরোজা আহমেদ একজন শিক্ষিকা। মেসবা আহমেদ দুই সন্তানের জনক।
উপমহাদেশের প্রখ্যাত গজল ব্যক্তিত্ব জগজিৎ সিং ও দেশসেরা শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ওস্তাদ নিয়াজ মুহাম্মদ চৌধুরীর শিষ্য মেসবা দুই দশকের বেশি সময় ধরে গজলের সুরে মুগ্ধ করছেন দেশ-বিদেশের শ্রোতাদেরকে। একুশের পরিবারের পক্ষ থেকে এই শিল্পীর জন্য রইলো শুভেচ্ছা।
উল্লেখ্য, ১৯৯৯ সালের মেসবাহ’র কণ্ঠে ‘আবার দেখা হলে’ গানটি অডিও ভিডিওতে জনপ্রিয় ছিল। মেসবাহ ২০০৫ সালে গজল গানের জন্য আলিয়াস ফ্রসেজ থেকে গজল পার্সোনালিটি পুরস্কার পেয়েছেন।
এসএ/