ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

গজারিয়ায় ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাস উল্টে নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪১, ৫ মার্চ ২০২৩ | আপডেট: ১২:৪২, ৫ মার্চ ২০২৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার দড়ি বাউশিয়ায় মাইক্রোবাসের সঙ্গে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৮ জন।

শনিবার (৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলা বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার তিতাস উপজেলার উত্তর বলরামপুর গ্রামের দুলাল মিয়া ও মোহাম্মদ হোসাইন। 

আহতদের মধ্যে মোমেন (৩৫), আক্তার হোসেন (৩০), আফরিন (১০), গিয়াস উদ্দিন (৫০), মেহেদী হাসান (২২), নাসরিন বেগম (৪৩), জাহানারা বেগম (৭০), রুবেল কর্মকারের (৩৬) পরিচয় পাওয়া গেছে।

আহতরা জানান, ভোররাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস কুমিল্লার তিতাসে যাচ্ছিলো। বাউশিয়ায় আসার পর পেছন দিক থেকে একটি কাভার্ডভ্যান মাইক্রোবাসটি ধাক্কা দেয়। 

এতে মাইক্রোবাসটি উল্টে পাশের ঢাকাগামী লেনে পড়ে অন্য একটি বাসের ধাক্কা খায়। ঘটনাস্থলেই মারা যান দুই যাত্রী।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসএম রাশেদুল ইসলাম। তিনি বলেন, মরদেহ দুর্ঘটনাকবলিত যান পুলিশ হেফাজতে রয়েছে। তবে চালক-হেলপার পালিয়ে গেছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি