গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ড. কামালের [ভিডিও]
প্রকাশিত : ২৩:৫০, ২০ এপ্রিল ২০১৮
দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন।
আর দেশের উন্নয়নে সৎ নেতৃত্ব গড়ে তোলার পরামর্শ দিয়েছেন বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। দেশে সুষ্ঠু ধারার রাজনীতি ফিরিয়ে আনতে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই বলেও জানান তারা।
রাজধানীতে শুক্রবার বিকেলে মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্য প্রক্রিয়ার আয়োজনে আলোচনা সভায় এ’সব বলেন নেতারা।
এতে গণফোরাম, বিকল্পধারা সহ বেশ কয়েকটি দলের শীর্ষ নেতা ও বিশিষ্টজনেরা অংশ নেন। বক্তারা বলেন, ব্যক্তি বা দলীয় স্বার্থে কোন নির্বাচন হলে জাতিকে চরম মাশুল দিতে হবে।
বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, শুধু নামে নয়, গণতন্ত্রকে ধারন করতে হবে মনে প্রাণে। আর গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন বলেন, আবারো ৫ জানুয়ারির মতো নির্বাচন হলে জাতীয় জীবনে দুর্যোগ নেমে আসবে।
আগামী নির্বাচনে সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন বক্তারা।
টিকে
আরও পড়ুন