ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গণতন্ত্র-ভোটাধিকার রক্ষায় নিরেপেক্ষভাবে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন জাবেদ আলী

প্রকাশিত : ১৮:৪৯, ২৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৪৯, ২৫ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

ecনির্বাচন কমিশনার মো: জাবেদ আলী নির্বাচন কমিশনের কর্মকর্তাদের গণতন্ত্র-ভোটাধিকার রক্ষায় যে কোন ধরণের চাপের কাছে নতি স্বীকার না করে নিরেপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্যে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন। সকালে চাঁদপুর জেলা সার্ভার ষ্টেশন পরিদর্শনকালে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, এখন উপজেলা পর্যায়ে সার্ভার ষ্টেশন তৈরী করা হয়ে গেছে এবং নির্বাচন কার্যালয় সম্পর্কে সাধারণ মানুষও স্বচ্ছ ধারণা রয়েছে। এটি একটি বড় পাওয় বলেও মন্তব্য করেন জাবেদ আলী। জাতীয় পরিচয় পত্রের যেকোন ধরণের সমস্যা নিয়ে কেউ আসলে তাদের পূর্ণ সহযোগিতা দেবার নির্দেশও দেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি