গণতন্ত্র রক্ষায় ঐক্যফ্রন্ট আন্দোলন করছে : ফখরুল
প্রকাশিত : ১৭:২৬, ১৭ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৭:২৬, ১৭ নভেম্বর ২০১৮
ক্ষমতা নয়, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার জন্যই জাতীয় ঐক্যফ্রন্ট আন্দোলন করছে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে সরকার ইচ্চামতো বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেন তিনি।
আজ শনিবার বিকেলে সুপ্রিম কোর্ট চত্বরে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট আয়োজিত আইনজীবীদের মহাসমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, আমরা বিচারবিভাগের দিকে তাকিয়ে থাকি। যখন সরকার দ্বারা আক্রান্ত হই তখন এই মহান ভবনে আসি, একটু আশ্রয়ের আশায়। কিন্তু বিচারবিভাগে সেই আশ্রয়টুকুও আমাদের আজ নেই। উচ্চ আদালত থেকে জামিন নিম্ন আদালতে গেলে সেখানে বিচার পাওয়া যায় না। আমাদের বহু নেতাকর্মী এই অবস্থার সম্মুখীন। এর পরিবর্তন আনতে হবে।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন এক শ্রেনীর লোক বানচাল করার চেষ্টা করছে, তাদেরকে জাতি ক্ষমা করবে না। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছে।
টিআর/
আরও পড়ুন