গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ: মির্জা ফখরুল
প্রকাশিত : ১৮:৪৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৯:০৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2020June/Fakrul-2502161243.jpg)
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের বিকল্প নেই, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ, যার মাধ্যমে গণতন্ত্রে পৌঁছাতে পারি।
আজ রোববার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা বিএনপি আয়োজিত জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, একটি ভূমিকম্প হয়ে গেছে। আমাদের তরুণ ছাত্ররা যেভাবে ছাত্র-জনতার ঐক্য সংঘটিত করে আমাদেরকে নতুন বাংলাদেশ নির্মাণ করার সুযোগ করে দিয়েছে। আসুন সবাই মিলে সেই সুযোগ যেন আমরা গ্রহণ করি।
তিনি বলেন, শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, সেটা সর্বক্ষেত্রে- খেলাধুলা- সংস্কৃতি, আমাদের জীবন, সামাজিক জীবন, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে সর্বক্ষেত্রে যেন আমরা নতুন বাংলাদেশ দেখতে পাই।
এ সময় উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় ফুটবল তারকা ঢাকা উত্তর শাখা বিএনপি’র আহবায়ক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফুটবল রিলেশন কমিটির ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন আজাদ, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক, সাবেক কৃতী খেলোয়াড়সহ জেলার ক্রীড়ামোদী দর্শকেরা।
উদ্বোধনী খেলায় দিনাজপুর জেলা বিএনপি ফুটবল দল টাইব্রেকারে ৫-৪ পঞ্চগড় জেলা বিএনপি ফুটবল দলকে পরাজিত করে।
অত্যন্ত জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিশাল পরিসরে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত “জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট” রংপুর বিভাগের মোট ৮টি জেলা বিএনপি ফুটবল দল অংশ নিচ্ছে।
এএইচ
আরও পড়ুন