ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

গণতন্ত্রের অগ্রযাত্রায় ভূমিকা রাখছে ইটিভি : তথ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩:৩৫, ১৪ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৭:৫৫, ১৪ এপ্রিল ২০১৯

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ‘বাংলা নববর্ষে একুশে টেলিভিশন বিশ বছরে পদার্পণ করছে জেনে আমি আনন্দিত। এই শুভ দিনে প্রতিষ্ঠানটির উদ্যোক্তা, সাংবাদিক, কলাকুশলী, কর্মকর্তা কর্মচারীসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’ একুশে টেলিভিশনের বিশতম বর্ষে পদার্পণ উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশকে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশে রূপান্তরের যে প্রত্যয়ে এগিয়ে চলেছেন, একুশে টেলিভিশন এ অভিযাত্রার সঙ্গী।’

হাছান মাহমুদ বলেন, ‘জন্মলগ্ন থেকেই একুশে টেলিভিশন মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যাচ্ছে। দায়িত্বশীলতা- পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সুস্থ ধারার বিনোদনের পাশাপাশি অসাম্প্রদায়িক দেশ গড়ার অঙ্গীকার থেকে কখনও বিচ্যুত হয়নি প্রতিষ্ঠানটি। জাতির ক্রান্তিলগ্নে সততার সঙ্গে একুশে টেলিভিশন ভূমিকা রেখেছে। গণতন্ত্রের অগ্রযাত্রায়ও সামনের সারি থেকে অবদান রেখেছে।’

মন্ত্রী বলেন, ‘আগামি দিনেও দেশ ও জাতির সমৃদ্ধির পথে ভূমিকা রাখবে একুশে টেলিভিশন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভ দিনে এ আমার আশা। আমি একুশে টেলিভিশনের অগ্রযাত্রা ও সাফল্য কামনা করছি।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি