ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গণতন্ত্রের স্বপক্ষের শক্তিকে জেগে উঠতে হবে : বদরুদ্দোজা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৭, ২৯ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৬:২৭, ২৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, যারা গণতন্ত্রের স্বপক্ষের শক্তি তাদের জেগে উঠতে হবে। প্রতিবাদ করতে হবে এবং বলতে হবে যে ওই সব ধরনের কৌশলের নির্বাচন আমরা মানব না। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, এটাই হবে এক নম্বর সংগ্রাম।

আজ শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুসলিম লীগ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর আরও বলেন, ২০১৪ সালে ৫ জানুয়ারির নির্বাচনের পর পরই সব দলের অংশগ্রহণে আরেকটি নির্বাচন দেওয়ার কথা ছিল। তা না করে সরকার ওয়াদা ভঙ্গ করেছে। অনুষ্ঠানে মুসলিম লীগকে পুরোনো ধ্যান-ধারণা থেকে বেরিয়ে বর্তমান বাস্তবতা মেনে নিয়ে রাজনীতি করার পরামর্শ দেন তিনি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি