গণতান্ত্রিক যুবলীগের প্রতিষ্ঠাতা সদস্য নির্বাচিত হন শেখ মুজিব
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন আলেখ্য (পর্ব-১৪)
প্রকাশিত : ১৭:২৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ১৭:২৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
কলকাতায় অস্থির সময় পেরিয়ে ঢাকায় ফিরেছিলেন ১৯৪৭ সালের শেষ অব্দি। ইতিহাসের উত্তাল সময়ে টানা ৬ বছর কলকাতায় বাস করেছিলেন শেখ মুজিবুর রহমান। আমজনতার মন ও তৎকালীন রাজনীতি বুঝে ওঠার জন্য কলকাতার ছাত্রজীবন পাথেয় হিসেবে কাজ করেছে সামনের দিনগুলোতে। অসমাপ্ত আত্মজীবনীতে তিনি লিখেছেন, ‘আমি ঢাকায় এলাম। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আইন পড়ব। বই পুস্তক কিছু কিনলাম।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুজ্জ্বল ইতিহাসের সঙ্গে শেখ মুজিবের নাম অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে থাকার কারণ বহুবিধ। একটি দু’টি ঘটনা দিয়ে উঠে আসেন নি মুজিব। ধারাবাহিক আন্দোলন সংগ্রাম করে সবার প্রিয়ভাজন হয়েছিলেন তিনি।
বলতেই হয়, ১৯৪৭ খ্রিস্টাব্দের ৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান গণতান্ত্রিক যুবলীগের প্রতিষ্ঠাতা সদস্য হন মুজিব। এস এম হলের ছাত্র হলেও তিনি প্রায় সময় আড্ডা দিতেন ফজলুল হক মুসলিম হলে। আর ক্যাম্পাসের বাইরে সময় কাটাতেন ১৫০ নম্বর মোগলটুলিতে। এ বাড়িটির নাম ছিল পার্টি হাউস। ১৯৪৪ সাল থেকে এই বাড়িতে আনাগোনা ছিল শামসুল হক, কামরুদ্দিন, তাজউদ্দিনের মতো নেতাদের।
শেখ মুজিব ৪৭ সালের শেষ ভাগে ঢাকায় এসে পার্টি হাউসের বদৌলতে আড্ডা শুরু করেন মোগলটুলিতে। বলা যায়, পূর্ব পাকিস্তানে মুজিবের রাজনৈতিক কর্মকান্ডের শুরু এখান থেকেই।
( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন)
email: podderakhil@gmail.com