ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করছে : শেখ হাসিনা

প্রকাশিত : ১১:৫৯, ১৪ এপ্রিল ২০১৯ | আপডেট: ১২:৩৯, ১৪ এপ্রিল ২০১৯

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা ২০০৯ সাল থেকে গণমাধ্যম ও তথ্য প্রযুক্তির বিকাশে ব্যাপক ভূমিকা পালন করেছি। সাংবাদিকদের কল্যাণে আমরা ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন-২০১৪’ প্রণয়ন করেছি। এরই মধ্যে গঠন করা হয়েছে নবম ওয়েজবোর্ড। আমাদের এসব পদক্ষেপের ফলে দেশের গণমাধ্যম এখন পূর্ণ স্বাধীনতা ভোগ করছে।’ একুশে টেলিভিশনের ২০তম বর্ষে পদার্পণ উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার সবসময়ই দেশে গণমাধ্যমের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করেছে। ১৯৯৬-২০০১ সাল মেয়াদে আমরাই প্রথম দেশে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল চালুর অনুমোদন দেই। আমরাই সরকারি খাতে টেলিভিশন, এফএম রেডিও এবং কমিউনিটি রেডিও চ্যানেলের অনুমোদন দিয়েছি। যার ফলে জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে তথ্য প্রাপ্তির সকল সুবিধা।’

শেখ হাসিনা বলেন, ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। স্বল্পোন্নত দেশে থেকে আমরা এখন উন্নয়নশীল দেশের কাতারে। আমরাই এ দেশেকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবো। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে গণমাধ্যমকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ লক্ষে জাতীয় সম্প্রচার নীতিমালা করা হয়েছে।’

তিনি বলেন, ‘তথ্য প্রযুক্তির এই যুগে টেলিভিশন শুধু বিনোদনের মাধ্যমই নয় বরং বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে দেশের মানুষের উন্নত মনন গঠনে অবদান রাখতে পারে। সন্ত্রাস, জঙ্গিবাদ মোকাবেলাসহ মাদকের বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমি মনে করি।’

একুশে টেলিভিশনের ২০তম বর্ষে পদার্পণ উপলক্ষে চ্যানেলটির পরিচালনা পর্ষদ, সাংবাদিক, কলাকুশলী ও কর্মকর্তা-কর্মচারিসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘একুশে টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ ও রুচিশীল অনুষ্ঠান প্রচারের মাধ্যমে আবহমান বাঙ্গালি সংস্কৃতি, ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে সন্ত্রাস, জঙ্গিবাদমুক্ত সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ বিনির্মানে আরও কার্যকর ভূমিকা রাখবে। সর্বোপরি আমি একুশে টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।’

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি