ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘গণহত্যার দায় এড়াতে পারেন না সুচি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০২, ২৮ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৭:৪৮, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রোহিঙ্গাদের নির্মূল করতে পরিকল্পিত গণহত্যা চালিছে মিয়ানমার সরকার। সেই হত্যার দায় কোনোভাবেই এড়াতে পারেন না সেদেশের  নেত্রী অং সান সু চি। এমনটিই মন্তব্য করেছেন কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবির ঘুরে আসা শান্তিতে নোবেল জয়ী তিন নারী।

আজ বুধবার বিকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে রোহিঙ্গাদের পরিস্থিতি সরজমিনে ঘুরে এসে এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তারা। সফররত শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী তিনজন হলেন নারী ইরানের শিরিন এবাদী, ইয়েমেনের তাওয়াক্কাল কামরান এবং উত্তর আয়ারল্যান্ডের মেরিয়েড মাগুয়ার।

সংবাদ সম্মেলনে শিরিন এবাদী বলেন,  রোহিঙ্গাদের নির্যাতন-নিপীড়ন ও গণহত্যা দায়ে মিয়ানমারের নেত্রী অং সান সু চির পদত্যাগ করা উচিত। হত্যার দ্বায়ে সুচির আন্তর্জাতিক আদালতে বিচারের দাবিও জানান তিনি। রোহিঙ্গা নির্যাতন সুপরিকল্পিত গণহত্যা অভিহিত করে তিনি বলেন, এ হত্যার সঙ্গে মিয়ানমার সরকার এবং দেশটির সেনাবাহিনী জড়িত। তারা সন্ত্রাস দমনের নামে রাজনৈতিক স্বার্থের জন্য রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যা করেছে।

নোবেল জয়ী শিরিন এবাদী বলেন, এই ঘটনার জন্য মিয়ানমার সরকার দায়ী এবং মিয়ানমার সরকারকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। গণহত্যায় দায়ীদের যাতে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা যায় তার লক্ষ্য সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।

নোবেল জয়ী মেরিয়েড মাগুয়ার বলেন, মিয়ানমার সরকারের এই গণহত্যাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। তাদের আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা হবে। তিনি বলেন, একটি জাতিসত্ত্বাকে নিশ্চিহ্ন করার জন্য, ইতিহাস থেকে নাম মুছে ফেলার জন্য এই ঘটনা ঘটানো হচ্ছে। নোবেল জয়ী তাওয়াক্কাল কামরান বলেন, এই গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতা সত্যিই লজ্জাকর।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে  নোবেল জয়ী শিরিন এবাদী বলেন, আমার রোহিঙ্গাদের পরিস্থিতি পরিদর্শনের আগে মিয়ানমারের সরকার ও সুচির সাথে আলোচনা করতে চেয়ে ছিলাম কিন্তু তার আমাদের আলোচনা কোন সুযোগ দেননি। আমরা  এখন থেকে গিয়ে  আমার রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারে সরকারের সাথে আলোচনা করা পরিকল্পনা রয়েছে।  আলোচনা মাধ্যমে এ সংকট নিরসন করা আমাদের দায়িত্ব। গত শনিবার শান্তিতে নোবেল বিজয়ী তিন নারী বাংলাদেশ সফরে আসেন। আগামী ১ মার্চ পর্যন্ত বাংলাদেশে থাকবেন।

নোবেলজয়ী এই তিন নারী মূলত কক্সবাজারে রোহিঙ্গা নারী ও শিশুদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করছেন। শান্তি, ন্যায়বিচার ও সমতার জন্য গঠিত সংগঠন ‘নোবেল বিজয়ী নারীদের উদ্যোগ’ এ সফরের আয়োজন করা হয়। বাংলাদেশে পুরো কার্যক্রমে স্থানীয় সমন্বয়কের দায়িত্ব পালন করছেন নারীপক্ষ। 

এই তিন নারীসহ ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল রোহিঙ্গা শিবির পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করছেন।

  / টিআর/ এআর

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি