ঢাকা, শুক্রবার   ২৮ জুন ২০২৪

গত এক দশকের মধ্যে মার্কিন শেয়ারবাজারে বড় ধস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৯, ২২ ডিসেম্বর ২০১৮

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধরনের দরপতনের ঘটনা ঘটেছে।এটিকে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় দরপতন বলে আখ্যায়িত করা হয়েছে। বিশ্লেষকরা বলেছেন, চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ, উচ্চ সুদের হার ও সম্ভাব্য সরকারি কর্মবিরতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

প্রযুক্তি প্রতিষ্ঠান নাসডাক তাদের শেয়ারের শীর্ষ অবস্থান থেকে ২০ শতাংশ কমে গেছে।এটি প্রায় তথাকথিত ‘বেয়ার মার্কেট’ অঞ্চলে গিয়ে পৌঁছেছে। অর্থাৎ দরপতন এমন অবস্থায় চলে এসেছে যে, শেয়ার হোল্ডাররা শেয়ার বিক্রি করতে উদ্বুদ্ধ হচ্ছেন। শুক্রবার মার্কিন শেয়ারবাজারের তিনটি ইনডেক্সের প্রায় প্রতিটির দর তলানির কাছাকাছি চলে আসে।

২০১১ সালের আগস্টের পর মার্কিন শেয়ারবাজারে এটিই সবচেয়ে বড় দরপতন। ২০০৮ সালের নভেম্বরের পর সেবার নাসডাকের শেয়ারের পতন হয়েছিল ৮.৩৬ শতাংশ।

আর ডো জনসের পতন হয়েছিল ৬.৮ শতাংশ। দ্য ডো জনস ২০০৮ সাল থেকে তাদের শেয়ারে সবচেয়ে বড় দরপতন দেখেছে গত সপ্তাহে। দ্য এস অ্যান্ড পির শেয়ার পড়ে গেছে সাত শতাংশ।

তথ্যসূত্র: বিবিসি

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি