ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৯, ২ ফেব্রুয়ারি ২০২১

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ৫২৫ জন। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ৮ হাজার ১৪৯ জন এবং মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ৩৬ হাজার ১০৭ জন।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৬৩৫টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৪৫২টি। এ পর্যন্ত মোট ৩৬ লাখ ৭৮ হাজার ৬৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫১২ জন, এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮০ হাজার ৭২৮ জন।

আরও জানানো হয়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৩ দশমিক ৬৩ শতাংশ এবং এ পর্যন্ত মোট ১৪ দশমিক ৫৭ শতাংশ শনাক্ত করা হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮৯ দশমিক ৬৭ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫২ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ জন পুরুষ এবং ১ জন নারী। এখনও পর্যন্ত পুরুষ ৬ হাজার ১৭৭ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৯৭২ জন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি