ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৩৬ জন হাসপাতালে ভর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৮, ৯ জুলাই ২০২৩ | আপডেট: ২০:১৭, ৯ জুলাই ২০২৩

দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৬ জন। এদের মধ্যে ঢাকায় ৫১৬ জন এবং ঢাকার বাইরে ৩২০ জন ভর্তি হয়েছেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ৭৫০ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি ১ হাজার ৯৬৮ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ৭৮২ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ১২ হাজার ৯৫৪ জন। এদের মধ্যে ঢাকায় ৯ হাজার ৯০ জন এবং ঢাকার বাইরে ৩ হাজার ৮৬৪ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৩ জনের।

এছাড়া ডেঙ্গু আক্রান্ত ১০ হাজার ১৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

কেআই// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি