ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

গতবারের চেয়ে বেশি পণ্য মজুদ টিসিবির

প্রকাশিত : ১৫:১৩, ৯ এপ্রিল ২০১৯

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

পবিত্র রমজান মাসে পণ্যের দাম স্বাভাবিক রাখতে প্রতিবছরই রমজানের আগে খোলা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করে থাকে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গত বছরের তুলনায় এবার বেশি পরিমাণ মজুদ নিয়ে খোলাবাজারে পণ্য বিক্রি করবে সংস্থাটি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিবছরের মতোই চিনি, তেল, ছোলা, মসুর ডাল ও খেজুর ন্যায্য মূল্যে বিক্রি করবে তারা। এ সব পণ্য রমজানের সাত থেকে দশ দিন আগে থেকেই বিক্রি শুরু করবে। তবে কত টাকায় কোনও পণ্য বিক্রি করা হবে তা এখনও নির্ধারণ করেনি প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্টরা মনে করছেন, চলতি বছরও আগেভাগেই টিসিবি পণ্য বিক্রি শুরু করলে বাজার অনেকটা নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে। কারণ মানুষ যখন ন্যায্য মূল্যে টিসিবির পণ্য পাবে তখন বাজারে ক্রেতার চাপ কিছুটা কম থাকবে।

টিসিবি সূত্র জানায়, আসন্ন রমজানের আগে ট্রাক সেল ও ডিলারদের মাধ্যমে সারা দেশে গত বছরের সমপরিমাণ ছোলা ও খেজুর বিক্রির সিদ্ধান্ত হয়েছে। গত বছর দেড় হাজার টন ছোলা ও ১০০ টন খেজুর বিক্রির লক্ষ্যমাত্রা ছিল প্রতিষ্ঠানটির। তবে গুরুত্বপূর্ণ দুটি পণ্য তেল ও চিনির ক্ষেত্রে এবারের মজুদ বিগত কয়েক বছরের চেয়ে বেশি।

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানান, অন্যান্য বছরের চেয়ে অনেক পণ্যেই মজুদ বেশি আছে। বাজারের অস্থিরতা ঠেকাতে যে প্রস্তুতি দরকার তার পুরো সক্ষমতাই আছে বলে জানান এই কর্মকর্তা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি