
দেশে গনতন্ত্র নেই, এবং অরাজকতা নিয়ে প্রতিবাদ করারও কেউ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
রোববার দুপরে রংপুরো বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরশাদ বলেন, ইউপি নির্বাচনের নামে যা হচ্ছে তাতে দেশে গনতন্ত্র আছে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অনেক প্রার্থীকে জোর করে বসিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এরশাদ বলেন, সুষ্ঠ নির্বাচনের পরিবেশ নেই। দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে রংপুরে নিজ দলের প্রার্থীর পক্ষে প্রচারনায় অংশ নেবেন বলে জানান এরশাদ।