ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

গবিতে ‘সিএসই ফেস্ট’ অনুষ্ঠিত

গবি প্রতিনিধি

প্রকাশিত : ২০:২২, ১ সেপ্টেম্বর ২০২২

প্রোগ্রামিং ও গেমিং কন্টেস্ট প্রতিযোগিতার মাধ্যমে গণ বিশ্ববিদ্যালয় (গবি) সিএসই ফেস্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষার্থীদের উপস্থিতিতে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবুল হোসেন ফেস্টের উদ্বোধন করেন। আয়োজিত ফেস্টের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান, নবীনদের বরণ ও সদ্য বিদায়ীদের সংবর্ধনা দেয়া হয়। 

গত ১৬ ও ১৭ই আগস্ট প্রথম দিন প্রোগ্রামিং কনটেস্ট ও দ্বিতীয় দিন গেমিং কনটেস্ট অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় সিএসই বিভাগের ১০০-এর অধিক শিক্ষার্থী ৪৩ টি দলে ভাগ হয়ে অংশ নিয়েছিলেন। বিজয়ীদের প্রত্যেক'কে ক্রেস্ট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রতিযোগিতার বেস্ট প্রজেক্ট এ্যাওয়ার্ড পান বিভাগের ২৬ তম ব্যাচের রাকিবুল ইসলাম। এমন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন।

অতিথিবৃন্দ ডিজিটাল বাংলাদেশ নির্মাণে এই ধরনের প্রতিযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের প্রযুক্তি বিষয়ে জ্ঞান লাভে আইসিটি ফেস্ট অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সিএসই ফেস্ট ২০২২ এর অনুষ্ঠানের প্রথম অংশে বিজয়ীদের নাম ঘোষণা ও ক্রেস্ট প্রদান করা হয়। দ্বিতীয় অংশে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে গবির উপাচার্য অধ্যাপক আবুল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, গবির সিএসই বিভাগের শিক্ষার্থীরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিযোগিতা করে কর্মক্ষেত্র এগিয়ে যাবে। সেই লক্ষ্যে সিএসই বিভাগকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নশীল কর্মসূচির কথা বলেন।

সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ করম নেওয়াজ বলেন, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য সব ধরনের কাজ তিনি অতীতেও করেছেন বর্তমানেও চলমান রেখেছেন। ল্যাবগুলোতে পর্যাপ্ত ও আধুনিক কম্পউটার স্থাপন করা হবে। এবং মানসম্পন্ন ক্লাসরুম করার আশ্বাস দেন শিক্ষার্থীদের। সাবেক শিক্ষার্থীদের শতভাগ চাকুরী নিশ্চিত করবেন বলেও জানান।

সিএসই বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উক্ত প্রতিযোগিতা ও অনুষ্ঠান উপভোগ করেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম, আইকিউএসি'র পরিচালক ডা. লায়লা পারভীন বানু, প্রক্টর অধ্যাপক জিয়াউল আহসান, ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস অনুষদের ডীন ড. মোতাহার হোসেন মন্ডল, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন রফিকুল ইসলাম প্রমুখ।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি