ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

গবির সাবেক শিক্ষার্থী পেলেন পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার

গবি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১২, ৩ ফেব্রুয়ারি ২০২২

গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী পুলিশের এসআই মনসুর হোসেন মানিক পেয়েছেন ‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’। ২০২০ সালের কল্যাণকর কাজের স্বীকৃতি হিসেবে তাকে এই ব্যাজ প্রদান করা হয়৷ যা পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার। 

বৃহস্পতিবার ব্যাজ এবং সম্মাননা সনদ প্রদান করেন আইজিপি ড. বেনজীর আহমেদ। পাশাপাশি প্রত্যেককে আর্থিক পুরস্কারও দেওয়া হয়েছে।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, বাহিনীর মর্যাদা বৃদ্ধি কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজে মনোনীত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এ পদক দেওয়া হয়। 

মনসুর হোসেন মানিক একজন কোমল হৃদয়ের মানুষ। তিনি যে এলাকায় দায়িত্ব পালন করেন, সেই এলাকার ভাসমান মানুষ, ভিক্ষুক, ভবঘুরেরা উৎফুল্ল হয়ে ওঠেন। কারণ, তাদের খাবার, পানি, মাস্ক, স্যানিটাইজার কিনে দেন মানিক। শুধু তাই নয়, করোনাকালে কাউকে হাসপাতালে নেওয়া দরকার, কারও ওষুধ বা নগদ টাকা হলে সাধ্যমতো সব চাহিদা পূরণের চেষ্টা করেন তিনি। সবই করেন নিজের বেতনের টাকায়।

সহকর্মীসহ অনেকে এখন তাকে চেনেন ‘মানবিক মানিক’ নামে।

সাভার গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী এই পুলিশ কর্মকর্তা। তিনি বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সহ-প্রচার সম্পাদকের দায়িত্বে রয়েছেন। 

এছাড়াও গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক এবং ইংরেজি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

২০২০ সালে ভালো কাজের জন্য পুলিশ সুপার থেকে ছয়টি ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের ব্যাজ দেওয়া হয়। ব্যাজ পাওয়া কর্মকর্তাদের পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা থাকলেও করোনার কারণে এবার নিজ নিজ দফতরে পৌঁছে দেওয়া হয় এই ব্যাজ।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি