ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

গভীর রাতে গ্রেফতার গায়ক আসিফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:২২, ৬ জুন ২০১৮

ফাইল ফটো

ফাইল ফটো

তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার করা হয়েছে কণ্ঠশিল্পী আসিফ আকবরকে। আজ মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে আসিফকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল। সিআইডির একজন উর্ধতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ঐ কর্মকর্তা জানান, আরেক সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা মামলার প্রেক্ষিতে গ্রেফতার করা হয় আসিফ আকবরকে। তেজগাঁও থানায় তথ্য প্রযুক্তি আইনে (আইসিটি অ্যাক্ট) মামলাটি করা হয়। বুধবার দিনে তাকে আদালতে হাজির করা হতে পারে।

মামলাটি দায়ের করা হয়  গত ৪ জুন সোমবার সন্ধ্যায়। এতে আসিফ আকবর ছাড়াও আসামির তালিকায় রাখা হয় আরও চার থেকে পাঁচজন অজ্ঞাত ব্যক্তিকে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ জুন আনুমানিক রাত ৯টার দিকে একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তিনি জানতে পারেন, আসিফ আকবর তার অনুমতি ছাড়াই তার সংগীতকর্মসহ অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান সবার অজান্তে বিক্রি করেছে। পরে তিনি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানতে পারেন, আসিফ আকবর আর্ব এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান হিসেবে অন মোবাইল প্রা. লি. কনটেন্ট প্রোভাইডার, নেক্সনেট লি. গাক মিডিয়া বাংলাদেশ লি. ও অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে গানগুলো ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ট্রু-টিউন, ওয়াপ-২, রিংটোন, পিআরবিটি, ফুলট্রেক, ওয়াল পেপার, অ্যানিমেশন, থ্রি-জি কন্টেন্ট ইত্যাদি হিসেবে বাণিজ্যিক ব্যবহার করে অসাধুভাবে ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পরে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি গত ২ জুন রাত ২টা ২২ মিনিটে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুমোদন ছাড়া গান বিক্রির এই ঘটনা উল্লেখ করে একটি পোস্ট দেন। তার ওই পোস্টের নিচে আসিফ আকবর নিজের একটি অ্যাকাউন্ট থেকে অশালীন মন্তব্য ও হুমকি দেন। পরের দিন রাত ৯ টা ৫৯ মিনিটে আসিফ আকবর তার ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে আসেন। ৫৪ মিনিট ৩৪ সেকেন্ড লাইভ ভিডিওর ২২ মিনিট থেকে তার (শফিক তুহিন) বিরুদ্ধে অবমাননাকর, অশালীন ও মিথ্যা-বানোয়াট বক্তব্য দেন। ভিডিওতে আসিফ আকবর তাকে (শফিক তুহিন) শায়েস্তা করবেন এ কথা বলার পাশাপাশি ভক্তদের উদ্দেশে বলেন, তাকে যেখানেই পাবেন সেখানেই প্রতিহত করবেন। এই নির্দেশনা পেয়ে আসিফ আকবরের ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হত্যার হুমকি দেয়। আসিফ আকবরের এই বক্তব্য লাখ লাখ মানুষ দেখেছে। তিনি উসকানি দিয়েছেন। এতে তার (সফিক তুহিন) মানহানি হয়েছে।

এজাহারে শফিক তুহিন আরও উল্লেখ করেন, বিষয়টি সংগীতাঙ্গনের সুপরিচিত শিল্পী, সুরকার ও গীতিকার প্রীতম আহমেদসহ অনেকেই জানেন।

এদিকে আসিফ আকবরকে গ্রেফতারের সময় তার বাসায় তল্লাশিও করে সিআইডি। পরীক্ষা নিরীক্ষার জন্য বিভিন্ন আলামত জব্দ করা হয়। তবে জব্দকৃত আলামতের তালিকা এখনও পুরোপুরি জানা যায়নি।  

//এস এইচ এস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি