ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গভীর রাতে পরীমণির স্ট্যাটাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২, ৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা অনলাইনে ভাষণ দিবেন এমন ঘোষণার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘বুলডোজার মিছিলের’ ডাক দিলে বুধবার রাতে ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন দিয়েছে ছাত্র-জনতা।

সেই চিত্র দেখে মুখ খুলেন চিত্রনায়িকা পরীমণি। গভীর রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও কাউকে সরাসরি নাম নিয়ে স্ট্যাটাস দেননি পরী। 

তবে তার এ পেস্টের লেখাতে স্পষ্ট যে তিনি ধানমন্ডি-৩২ এ আগুন দেওয়াকে কেন্দ্র করেই এ স্ট্যাটাস দিয়েছেন।

স্ট্যাটাসে নায়িকা লিখেছেন, ‘গায়ে আগুন লাগলে তো কলিজা ছিঁড়ে চিৎকার আসে। অন্তত সেই চিৎকারটা যেন কেউ গলা চেপে না ধরে…। এভাবে নয়, এভাবে কিছু ঠিক হয় না... প্লিজ।’

পরে তিনি আরও একটি স্ট্যাটাস দেন। যেখানে পরী লেখেন- ‘প্রতিহিংসা, প্রতিশোধ নাকি ক্ষমা? কোনটা শান্তি দেয়? আল্লাহ সবার মনকে শান্ত করে দিক, আমিন।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি