ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

গভীর সাগরে ৩ দিন ধরে ভাসতে থাকা ১৪ জেলে উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০১, ৩০ আগস্ট ২০২৩

চট্টগ্রামের বাঁশখালী থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে গভীর সাগরে ভাসতে থাকা ১৪ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

আজ বুধবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৩ আগস্ট ‘এফবি কাজী’ নামক একটি ফিশিং বোট চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ফেমাশিয়া ঘাট হতে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায় । গত ২৬ আগস্ট মধ্যরাতে ইঞ্জিন বিকল হয়ে বোটটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। ২৯ আগস্ট বোটটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে  জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনে যোগাযোগ করে। পরবর্তীতে কোস্ট গার্ডের  নিয়মিত টহল জাহাজ ‘পোর্ট গ্র্যান্ড’ এর সহায়তায় টানা চার ঘণ্টা অভিযান চালিয়ে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গোপসাগরের সাঙ্গু মোহনার আনুমানিক ২০ নটিক্যাল মাইল দূর থেকে তাদের উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ফিশিং বোটটি উদ্ধারের পর ফিশিং বোটের মালিকপক্ষের সাথে যোগাযোগ করে তাদের কাছে  জেলেদের হস্তান্তর  করা হয়।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি