ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

গরমে ত্বকের যত্নে ঘরোয়া ৩ টোটকা

প্রকাশিত : ১৫:১৮, ৬ এপ্রিল ২০১৯

গরম কাল এসে গেছে। আর আপনার ত্বক যদি তৈলাক্ত হয় তাহলে ইতিমধ্যে দুশ্চিন্তায় আপনার ত্বকে আরও বেশ কয়েকটি অ্যাকনে উঁকি মারা শুরু করে দিয়েছে। গ্রীষ্ম এমনিতেই ত্বকের উপর নানা কুপ্রভাব বিস্তার করে। ত্বক শুষ্ক, আর্দ্রতাহীন ও খসখসে হয়ে ওঠে। তার উপরে ক্রমাগত ঘামের জন্য তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে নানা রকম ত্বকের সমস্যা যেমন, পিম্পলস-অ্যাকনে বেড়ে যায়। তবে এ সবের হাত থেকে মুক্তি পেতে প্রচুর টাকা খরচা করতে হবে তা কিন্তু নয়। আপনার রান্নাঘরের কয়েকটি উপাদান এই সমস্যার হাত থেকে আপনাকে রেহাই দিতে পারে। তেমনি একটি গুরুত্বপূর্ণ ফল হলো কমলালেবু। সত্যি বলতে ত্বকের উপর জাদু করতে পারে কমলালেবু। কারণ এর মধ্যে অতিরিক্ত তেল শুষে নেওয়ার ক্ষমতা রয়েছে। কমলালেবু দিয়ে তৈরি তিনটি ফেস প্যাকের সন্ধান-

কমলালেবু ও নিমের ফেস প্যাক

উপকরণ

১. কমলালেবুর রস ৩ টেবিল চামচ,

২. দুধ ২ টেবিল চামচ,

৩. নিমপাতা বাটা ৩ টেবিল চামচ।

প্রণালী

একটি পাত্র নিয়ে তার মধ্যে নিমপাতা বাটা ও দুধ ভালোভাবে মিশিয়ে নিন। এবার তার মধ্যে কমলালেবুর রস মেশান। মিশ্রণটি ঘন থকথকে হলে মুখে মেখে কুড়ি মিনিট রেখে ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন।

কমলালেবু ও বেসনের ফেসপ্যাক

উপকরণ

১. বেসন ২ টেবিল চামচ,

২. গোলাপজল ৩ টেবিল চামচ,

৩. কমলা লেবুর রস ৩ টেবিল চামচ।

প্রণালী

কমলালেবুর রসের সঙ্গে বেসনের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিন। এরপরে তার মধ্যে পরিমাণমতো গোলাপ জল মেশান। মুখে মেখে কুড়ি মিনিট রাখার পরে দেখবেন পুরো মিশ্রণটি শুকিয়ে গেছে। তখন হালকা হাতে ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন বা নরম কাপড় ভিজিয়ে মুছে ফেলতে পারেন। এক সপ্তাহে ৩ বার এই প্যাক ব্যবহার করুন।

কমলা লেবু এবং ওটমিল ফেসপ্যাক

উপকরণ

১. ওটমিল ১ টেবিল চামচ,

২. কমলালেবুর রস ২ টেবিল চামচ।

প্রণালী

একটি পাত্রে দুটি উপাদান ভালোভাবে মিশিয়ে মুখে মাখুন। দশ থেকে বারো মিনিট রেখে ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন ।

তাহলে গরমকে আর ভয় পাবেন না। কারণ ত্বকের বন্ধু তো হাতের কাছেই রইল।

সূত্র: এনডিটিভি

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি