ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

গরীবের এসি জনপ্রিয় হয়ে উঠেছে নীলফামারীতে

প্রকাশিত : ১১:০৪, ২৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:০৪, ২৬ আগস্ট ২০১৬

গরমে ঘর ঠান্ডা রাখতে, ফেলে দেওয়া প্লাস্টিক বোতল দিয়ে বানানো এয়ার-কুলার পদ্ধতির ব্যবহার, জনপ্রিয় হয়ে উঠেছে নীলফামারীতে। কয়েকটি বেসরকারি সংস্থার সহযোগিতায় একদল তরুণ  এমন ইকো-কুলার স্বল্প খরছে বিপননের উদ্যোগ নেয়। ব্যবহারিক প্রয়োগও হয় কয়েকটি জেলায়। বাতাসের চাপ ঘনীভূত করে ঘর ঠান্ডা করার প্রযুক্তি কাজে লাগিয়ে, কম খরচে প্লাস্টিকের বোতল দিয়ে ইকো-কুলার তৈরির উদ্যোগ নেন অশীষ পাল, পীযুস কুমারসহ কিছু উৎসাহী তরুণ। সহযোগিতায় এগিয়ে আসে কয়েকটি বেসরকারি সংস্থাও। রাজবাড়ী ও সাতক্ষীরার কিছু এলাকার পর নীলফামারীর বড়গাছায় এ পদ্ধতি ছড়িয়ে দেয় তারা। এলাকার অনেক নিম্ন আয়ের পরিবার এই ইকো-কুলার ঘরে লাগিয়েছে। তারা বলছেন, কমেছে ঘরের গরম। উদ্যোগী তরুণেরা জানান, ইকো-কুলারের খরচ খুবই অল্প। সারিবদ্ধভাবে একগুচ্ছ প্লাস্টিকের বোতলের উপরিভাগ ব্যবহার করে, বাতাস ঢোকার ব্যবস্থা করা হয়। অধিক চাপে তা ক্রমশ ঠান্ডা হয়ে আসে। বিজ্ঞান শিক্ষকরাও এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। শীতল বাতাসের এই পদ্ধতি সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব হওয়ায়, এর ব্যবহার বাড়ছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি