গরু-ছাগল চুরি ঠেকাতে ওসির উদ্যোগ
প্রকাশিত : ১৯:৪৩, ৯ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১০:১৬, ১০ ডিসেম্বর ২০১৭
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গরু-ছাগল চুরি ঠেকাতে মাইকিং করে জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে। শনিবার তাড়াশ থানার ওসি মো. মনজুর রহমানের উদ্যোগে উপজেলার বিভিন্ন হাট-বাজারে মাইকিংক করে এ প্রচারণা চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় গরু-ছাগল চুরি হচ্ছিল। এই চুরি ঠেকাতে গরু-ছাগল লালন পালন করা কৃষকদের সচেতন করতে মাইকিং করার মতো এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ওসি মো. মনজুর রহমান জানিয়েছেন, শীতের এ সময়টাতে সড়ক ও ফসলি মাঠ ফাঁকা থাকার কারনে গরু-ছাগল চুরি হওয়ার আশঙ্কা থাকে। তাই মাইকিং করে সচেতনতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
একে//
আরও পড়ুন