গরুর মল-মূত্রে ভারতে কাউপ্যাথী
প্রকাশিত : ১৮:৪৫, ১৬ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৯:৩৩, ১৬ সেপ্টেম্বর ২০১৭
হোমিওপ্যাথী, এলোপ্যাথীর পর এবার এলো কাউপ্যাথী। নাম শুনেই কিছুটা হলেও বোঝা যাচ্ছে গরুর কোনো কিছু থেকে তৈরি কোনো প্যাথলজিক্যাল জিনিস। হ্যাঁ ব্যাপারটা এরকমই। ভারতে গরুর মল ও মুত্র থেকে পণ্য উৎপাদন শুরু হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম কোয়ার্টজ ডটকম এক প্রতিবেদনে সম্প্রতি জানিয়েছে, আয়ুর্বেদী পণ্য হিসেবে গরুর গোবর থেকে সাবান এবং প্রস্রাব থেকে টুথপেস্ট তৈরি করে সেগুলো বাজারজাত করছে কাউপ্যাথি নামের এক প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটির দাবি, ভারতের ঐতিহ্যগত চিকিৎসাবিজ্ঞানকে তারা কাজে লাগাচ্ছে। গরুর প্রস্রাব আর গোবরে এমন উপাদান রয়েছে যা মানব স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।
শুধু মল আর মুত্রই নয়, গরুর বীর্যকেও কাজে লাগানো হচ্ছে বলে জানিয়েছেন কাউপ্যাথি’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী উমেশ সনি। ব্যবহার করা হচ্ছে গরুর খুর ও চর্বিও!
আর তা থেকে এমন কোনো প্রসাধন সামগ্রী নেই যা প্রতিষ্ঠানটি উৎপাদন করছে না। উমেশ সনি জানিয়েছেন, গরুর এসব দ্রব্য থেকে সাবান, টুথপেস্ট, ফ্লোর ক্লিনার্স, চুলের তেল, ধূপ, ল্যাভেন্ডার পাউডার, শেভিং ক্রিম এবং ফেস ওয়াশ উৎপাদন করা হচ্ছে। অচিরেই এসব পণ্য পুরো ভারতে বাজারজাত করা হবে বলেও জানিয়েছেন তিনি।
উমেশ জানান, গোবর শুকিয়ে গুঁড়ো করে তা সাবান এবং পাউডার তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়া গরুর প্রস্রাব, চর্বি এবং গোবরকে ব্যবহার করে তৈরি করা হচ্ছে টুথপেস্ট।
প্রসাধনী সামগ্রী ছাড়াও গরুর মল-মূত্র ব্যবহার করে খুব শিগগিরই তারা ওষুধ তৈরিতেও মাঠে নামবেন বলে জানিয়েছেন কাউপ্যাথি’র প্রতিষ্ঠাতা।
ডব্লিউএন
আরও পড়ুন