ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

গর্ভপাত সারা জীবনের জন্য পঙ্গু করে দিতে পারে: ডা. কাজী ফয়েজা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৭, ৩ নভেম্বর ২০১৮

ডা. কাজী ফয়েজা আক্তার

ডা. কাজী ফয়েজা আক্তার

আইনী বাধ্যবাধকতায় বিশেষজ্ঞ ও রেজিস্টার্ড ডাক্তারদের পাশাপাশি নামীদামি হাসপাতালগুলোও এখন আর গর্ভপাত করাতে চায় না। এই কারণে অন্ত:স্বত্ত্বা নারীরা মানহীন ডায়াগনস্টিক সেন্টার এমনকি ছোটখাটো ফার্মেসিতে অদক্ষ ব্যক্তিদের হাতে অ্যাবরশন করাচ্ছে।

এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে জীবানুমুক্ত হয়নি এমন জিনিসপত্র। যেগুলো কোনো ভাবে পরিষ্কার করা হয়নি বা তারা পরিষ্কার করার ধারও ধারে না। এর ফলে এই নারীর শরীরে সারা জীবনের জন্য ইনফেকশন ঢুকিয়ে দেওয়া হয়।

এই ইনফেকশনের জন্য সারা জীবন তার তলপেটে একটা ব্যথা লেগে থাকে। তার প্রচুর পরিমাণে সাদা স্রাব যেতে থাকে এবং এটা কন্টিনিউ চলে, কখনো বন্ধ হয় না। ইনফেকশন থেকে জরায়ুর টিউব ব্লক হয়ে যায়। এর ফলে পরবর্তী সময় সে আর গর্ভবর্তী হতে পারে না।

এই রোগীরা আমাদের কাছে ইনফেকশন নিয়ে আসেন। আমরা চিকিৎসা করলে হয়তো ছয় মাস বা এক বছর সে ভালো থাকে। তারপর আবার তার ইনফেকশান দেখা দেয়। ফলে যেখানে সেখাসে এমআর করানো মেয়েদের সারা জীবনের জন্য ঝুঁকি।

লেখক: ডা. কাজী ফয়েজা আক্তার

এমবিবিএস, এফসিপিএস, এমসিপিএস

কনসালটেন্ট, ইমপালস হাসপাতাল।

শ্রুতি লেখক: অালী অাদনান।

অা অা//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি