ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

গর্ভপাতের অনুমতি পেল ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১, ৭ সেপ্টেম্বর ২০১৭

ভারতের সুপ্রিম কোর্ট ১৩ বছর বয়সী ধর্ষণের শিকার কিশোরীকে গর্ভপাত করানোর অনুমতি দিয়েছে৩২ সপ্তাহের গর্ভবতী ওই  কিশোরী গর্ভপাত করানোর জন্য আদালতের অনুমতির অপেক্ষায় ছিল।

কারণ ভারতের আইনে ২০ সপ্তাহের পর গর্ভপাতের অনুমতি শুধু তখনই দেওয়া হয় যখন মায়ের জীবনের আশঙ্কা থাকে। মুম্বাই শহরের মেয়েটিকে আগামী শুক্রবার গর্ভপাত করানো হবে বলে তার আইনজীবী গণমাধ্যমকে জানান।

মেয়েটি যে গর্ভবতী হয়ে পড়েছে, সেটা জানাজানি হয় তার বাবা-মা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর। মেয়েটি অভিযোগ করেছে তার বাবার এক সহকর্মীই তাকে ধর্ষণ করেছে। ওই ব্যক্তিকে এখন গ্রেফতার করা হয়েছে।

মেয়েটিকে গর্ভপাত করতে দেওয়ার অনুমতি দিয়েছে শীর্ষ আদালতের তিন সদস্যের একটি বেঞ্চ। যার নেতৃত্বে ছিলেন দেশের প্রধান বিচারপতি দীপক মিশ্র।

মুম্বাইয়ের জে জে হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তারদের প্যানেলের তৈরি করা মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখেই আদালত এই সিদ্ধান্ত নেয়।

রিপোর্টে বলা হয়েছে, গর্ভপাত যখনই করানো হোক ওই মেয়েটির জীবনের ঝুঁকি একই রকম থাকবে।

মুম্বাইয়ের এই কিশোরীর ঘটনাটি সামনে আসার মাত্র দিনকয়েক আগেই চন্ডীগড়ে ১০ বছর বয়সী আর একটি ধর্ষিতা মেয়ে একটি কন্যাসন্তানের জন্ম দেয়।

সে-ও ৩২ সপ্তাহের গর্ভবতী ছিল, কিন্তু তাকে আদালত গর্ভপাতের অনুমতি দেয়নি। কারণ তার ক্ষেত্রে সেটা `অত্যন্ত ঝুঁকিপূর্ণ` হত বলে চিকিৎসকরা মত দিয়েছিলেন। সূত্র: বিবিসি।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি