ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

গাংনীতে ট্রলি উল্টে স্কুলছাত্র নিহত

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:০১, ২৫ মে ২০২৩

নিহতের খবর শুনে পরিবারের আহাজারি

নিহতের খবর শুনে পরিবারের আহাজারি

মেহেরপুরের গাংনীতে অবৈধ যান ইঞ্জিন চালিত লাটা হাম্বারের ট্রলি উল্টে স্কুলছাত্র সাজ্জাদ হোসেন (১৪) নিহত ও হাসান আলি (১৫) নামের অপর একজন মারাত্মক আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন চরগোয়াল  গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও হাসান আলী একই এলাকার শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, গ্রামের আব্দুস সাত্তারের ছেলে হেলাল তার অবৈধ শ্যালো ইঞ্জিন চালিত লাটা হাম্বা গাড়ি নিয়ে ইটভাটায় মাটি দেওয়ার উদ্দেশ্যে সাজ্জাদ হোসেন ও তার বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয় । পুরাতন মটমুড়া-মোহাম্মদপুর সড়কে লাটা হাম্বা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই সাজ্জাদ হোসেনের মৃত্যু হয়। 

আহত হাসানকে উদ্ধার করে স্থানীয়  ক্লিনিকে নিলে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

স্থানীয় ভবানীপুর ক্যাম্প ইনচার্জ এসআই আবুল কালাম আজাদ সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিত্বে ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি