ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

গাংনীতে নির্বাচনী সহিংসতা, দুই ভাইকে কুপিয়ে হত্যা

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৬, ৮ নভেম্বর ২০২১

মেহেরপুরের গাংনীতে নির্বাচনী সহিংসতায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এসময় ইউপি সদস্য প্রার্থীসহ উভয়পক্ষের আহত হয়েছে অন্তত ১০ জন। 

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর ধলাগ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ধলাগ্রামের সুলতান মিয়ার ছেলে জাহারুল ইসলাম (৪৮) ও তার ভাই সাহাদুল ইসলাম (৪৫)।

ইউপি সদস্য প্রার্থী আজমাইন হোসেন টুটুল জানান, গ্রামের মধ্যে ভোট চাইতে গেলে প্রতিপক্ষ প্রার্থী আতিয়ার রহমানের নেতৃত্বে তার সহযোগিরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। এ সময় তারা আমার চাচাতো দুইভাইকে কুপিয়ে হত্যা করে তারা। প্রাণ বাঁচাতে দৌড়ে পার্শবর্তী একটি বাড়িতে আশ্রয় নেন বলে জানান তিনি। 

পরে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করে। কয়েকবছর আগে আমার ছোটভাই নইলুকে কুপিয়ে হত্যা করে আতিয়ার রহমানের সহযোগিরা। সেই মামলা আদালতে বিচারাধীন রয়েছে, জানান টুটুল। 

এ বিষয়ে বক্তব্য জানতে আতিয়ার রহমানের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বজলুর রহমান জানান, সহিংসতার সংবাদ পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই সহোদরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি