গাইবান্ধায় আফরোজা ও বি.বাড়িয়ায় সংগ্রামকে আ. লীগের মনোনয়ন
প্রকাশিত : ২৩:৫৫, ৯ ফেব্রুয়ারি ২০১৮

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) উপ-নির্বাচনে আফরুজা বারী ও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) উপ-নির্বাচনে বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রামকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। দলের সংসদীয় বোর্ডের সভায় সর্বসম্মতভাবে এ মমনোনয়ন দেওয়া হয়।শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মুহাম্মদ ছায়েদুল হকের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) ও এবং সংসদ সদস্য গোলাম মোস্তফার মৃত্যুতে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জের) আসন দু’টি শূন্য হয়। এর ফলে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা তৈরি হয়।
ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হওয়া ছায়েদুল হক গত ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত গোলাম মোস্তফা ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গত ১৯ ডিসেম্বর। গত বছরের ২২ মার্চ সুন্দরগঞ্জের সাংসদ মনজুরুল ইসলাম লিটন খুন হওয়ার পর ওই আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছিলেন তিনি।
শূন্য হওয়া আসনে ঘোষিত তফসিল অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে আগামী ১৩ মার্চ। প্রার্থীরা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
আর
আরও পড়ুন