ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

গাইবান্ধায় দুর্বৃত্তদের ছোড়া এসিডে ঝলসে গেছে মা ও মেয়ের শরীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৪, ২১ এপ্রিল ২০১৭

গাইবান্ধার সাদুল্যাপুরে দুর্বৃত্তদের ছোড়া এসিডে ঝলসে গেছে মা ও মেয়ের শরীর।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে ইদিলপুর ইউনিয়নের তরফ সাদুল্যা গ্রামে এ ঘটনা ঘটে। দুর্বত্তদের ছোঁড়া এসিডে দগ্ধ হয় বাদশা মিয়ার স্ত্রী রশিদা বেগম ও মেয়ে সুমি। স্থানীয়রা তাদের আর্তচিৎকার শুনে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ জানায়, প্রতিবেশী রন্জুর সাথে বাদশা মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে এ হামলা হতে পারে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের সদস্যদের।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি