ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজার তিন স্কুলে ইসরায়েলি হামলা, ১৮ শিশুসহ নিহত ৩৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩০, ৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজার তুহফা এলাকায় তিনটি স্কুলে ইসরায়েলি হামলায় ১৮ শিশুসহ অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এসব হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন, জানায় স্থানীয় কর্মকর্তারা। হামলাগুলো গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) ঘটেছে বলে জানা গেছে।

গাজা সরকারের গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, দার আল-আরকাম স্কুলে হামলায় ১৮ শিশুসহ ২৯ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হন। এটি ছিল একটি আশ্রয়কেন্দ্র। স্কুলটিতে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

আরও চারজন নিহত হন ফাহাদ স্কুলে হামলার ঘটনায়। এই স্কুলটি তুহফা এলাকায় অবস্থিত এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

তুহফা এলাকায় হামলার শিকার আরেকটি স্কুল ছিল শাবান আলরাইয়েস স্কুল। তবে ওই স্কুলে কতজন হতাহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা গাজার সিটিতে হামাসের একটি ‘কমান্ড সেন্টারে’ হামলা চালিয়েছে, তবে তারা স্পষ্ট করেনি যে, এই স্কুলগুলোর সঙ্গে ওই হামলার কোনো সম্পর্ক ছিল কি না।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি