ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

গাজায় ইসরায়েলি বিমান হামলায় আহত ২৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১, ৯ ডিসেম্বর ২০১৭

গাজায় ইসরায়েলি  বিমান হামলায় ছয় শিশুসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাতে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

ইসরায়েলের অভিযোগ, গাজা ভূখণ্ড থেকে পরপর তিনটি রকেট হামলা চালায় হামাস। রকেটগুলোর একটিকে যুক্তরাষ্ট্রের তৈরি প্রতিরক্ষা ক্ষেপনাস্ত্র দ্বারা ইসরায়েলের দক্ষিণের শহর সেরটে ভূপাতিত করা হয় বলে দাবি করে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। তবে অপর একটি রকেট সির্তে আঘাত হানে বলে অভিযোগ আনে তারা। 

এ কথিত হামলার পরই ইসরায়েলি বিমান বাহিনী উত্তর গাজায় এ হামলা শুরু করে।  হামাস এক টুইট বার্তায় জানায়, গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি রকেট হামলায় নিরস্ত্র মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ইসরায়েল বলছে, তাদের হামলা চালানো হয়েছে হামাসের অস্ত্র কারখানা লক্ষ্য করে । এ হামলায় হামাসের অস্ত্র কারখানা ধ্বংস হয়েছে বলে দাবি করে ইসরায়েল।

সূত্র; আল-জাজিরা

এমজে/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি