ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

গাজায় ইসরায়েলি হামলা অবৈধ: হিউম্যান রাইটস ওয়াচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ৪ এপ্রিল ২০১৮ | আপডেট: ১২:৩৭, ৪ এপ্রিল ২০১৮

গত ৩০ মার্চ ফিলিস্তিনির ভূমি দিবসে ইসরায়েলি সেনাদের নজিরবিহীন গুলির ঘটনাকে ইসরায়েলের বাড়াবাড়ি বলে মন্তব্য করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। শুধু তাই নয়,ওই দিন ফিলিস্তিনের পক্ষ থেকে কোন ধরণের সহিংসতামূলক আচরণ না করা হলেও, ইসরায়েলি বাহিনী জীবন বিধ্বংসী অস্ত্রের ব্যবহার করে বলে জানায় সংস্থাটি।

হিউম্যান রাইটস ওয়াচ আরও জানায়, ওই দিন এত ব্যাপক সংখ্যক মানুষের হতাহত হওয়ার পেছনে ইসরায়েলি সরকারের দায়ভার রয়েছে। ইসরায়েলের সরকার আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে তার দেশের সেনাদের জীবন বিধ্বংসী অস্ত্র নিরীহ মানুষের ওপর ব্যবহারের নির্দেশ দিয়েছে। তাই এ পরিণতি নেমে এসেছে। ওই ঘটনায় ১৮ ফিলিস্তিনের বেসামরিক নাগরিক নিহত হন। আহত হন দেড় হাজারেরও বেশি মানুষ।

রাইটস ওয়াচের প্রতিবেদনে আরও বলা হয়, গাজায় সহিংসতার পেছনে ফিলিস্তিনিদের কোন ধরণের উসকানি ছিল, এমন কোনো প্রমাণ হাজির করতে পারেনি ইসরায়েলি সরকার। তাই ওই হতাহতের দায় পুরোপুরি ইসরায়েলি সেনাদের নিতে হবে। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীর ঊর্ধতন কর্মকর্তারা তার জওয়ানদের অবৈধভাবে মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন।

এদিকে ইসরায়েলি এক সেনা কর্মকর্তা দাবি করেন, ওই দিন ফিলিস্তিনিরা অস্ত্রসহ ইসরায়েলিদের আক্রমণের চেষ্টা চালায়। তবে রাইটস ওয়াচের অনুসন্ধানী প্রতিবেদনে দেখা যায়, ওইদিন কেবল ইসরায়েলি সেনারা অস্ত্র ব্যবহার করেছিল। হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্যবিষয়ক পরিচালক এরিক গোল্ডস্টেইন বলেন, ইসরায়েলি সেনারা ঊর্ধতন কর্তাদের আদেশ অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। ফিলিস্তিনের বিক্ষোভের জবাবে ইসরায়েলি সেনাদের বুলেট ছোঁড়ার আদেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে গাজায় বারবার হামলার ঘটনায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তুমুল সমালোচনা করেন গোল্ডস্টেইন। সেনাদের নানা সময়ে ফিলিস্তিনি মানুষের উপর লেলিয়ে দেওয়ায় তার সমালোচনা করেন গোল্ডস্টেইন। এ ছাড়া ওই দিনের ঘটনায় সেনাদের প্রশংসা করায় দেশটির সরকারের সমালোচনা করে গোল্ড স্টেইন বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ওই সেনারা আরও উৎসাহিত হবে, এবং ফিলিস্তিনিদের ওপর ঝাঁপিয়ে পড়বে।

সূত্র: আনাদুলো নিউজ এজেন্সি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি