ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮০ ফিলিস্তিনি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৭, ১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজা ভূখণ্ডে ইসরায়েলের সামরিক হামলা আরও তীব্র হয়ে উঠেছে। সর্বশেষ হামলায় ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে নিহতের সংখ্যা ৫০ হাজার ৩৫০ ছাড়িয়ে গেছে।

আর গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ইতোমধ্যে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। শুধু ঈদুল ফিতরের প্রথম দিনেই ৫৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।  সোমবার (৩১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

গাজার ভয়াবহ পরিস্থিতিস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩০৫ জন আহত হয়েছেন, যা সংঘাতের শুরু থেকে মোট আহতের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৪০০-তে পৌঁছে দিয়েছে। অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনগত ১৯ জানুয়ারি আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে মার্চের তৃতীয় সপ্তাহে হামাসের সঙ্গে মতানৈক্যকে কেন্দ্র করে পুনরায় হামলা শুরু করে ইসরায়েল। এতে দুই মাসের শান্তি বিঘ্নিত হয় এবং গাজা নতুন করে রক্তাক্ত হতে থাকে।

জাতিসংঘের উদ্বেগজাতিসংঘের তথ্য অনুসারে, ইসরায়েলের আক্রমণের ফলে গাজার ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া, গাজার ৬০ শতাংশ অবকাঠামো সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়ে গেছে।

আন্তর্জাতিক বিচারিক পদক্ষেপইসরায়েলের এই আগ্রাসনের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে, ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি হতে হয়েছে।

গাজার পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মানবাধিকার সংস্থাগুলো।


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি