ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

গাজায় নিহতের সংখ্যা সাড়ে ১৯ হাজার ছাড়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮, ১৯ ডিসেম্বর ২০২৩

দক্ষিণ গাজার রাফাহ শহরে দুটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়ে ৮ জনকে হত্যা করেছে ইসরায়েল। নিহতদের মধ্যে একজন সাংবাদিক রয়েছেন। এ নিয়ে গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা সাড়ে ১৯ হাজার।

এছাড়া রাতভর খান ইউনিসে বোমা বর্ষণ করা হয়। পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় দখলদার বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষে জড়ায় হামাস যোদ্ধারা। পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। 

গাজার আরেক হাসপাতাল আল-আহলিতে অভিযান চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। 

এদিকে, যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপের মধ্যেই ইসরায়েলকে অস্ত্র গোলাবারুদসহ যুদ্ধে সব ধরণের সহায়তা দেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। 

তেল আবিব সফরে গিয়ে গাজায় হামলার ক্ষিপ্রতা কিছুটা কমানোর আহ্বান জানান তিনি। 

গাজায় জরুরিভিত্তিতে সংঘাত বন্ধের একটি প্রস্তাবে আজ মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটির কথা রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি