ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজায় ‘মানবিক যুদ্ধ বিরতিতে’ সম্মত ইসরাইল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৯, ৩০ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

গাজায় তিন দিনের ‘মানবিক যুদ্ধ বিরতি’ পালনে সম্মত হয়েছে ইসরাইল। স্বাস্থ্য কর্মকর্তাদের ওই অঞ্চলের শিশুদের পোলিও টিকা দেওয়ার সুযোগ দিতে তারা এতে সম্মত হয়।

বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ফিলিস্তিনের দায়িত্বে নিযুক্ত সংস্থার প্রতিনিধি রিক পিপারকর্ন বলেন, ‘এ ব্যাপারে আমরা আলোচনা করে সম্মত হয়েছি যে গাজার মধ্যাঞ্চলে শিশুদের পোলিও টিকা দিতে তিনদিনের জন্য সেখানে মানবিক যুদ্ধ বিরতি পালন করা হবে। সেপ্টেম্বরের প্রথম দিন থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে।’

পিপারকর্ন সাংবাদিকদের বলেছেন, গাজা উপত্যকার দক্ষিণ এবং উত্তরাঞ্চল টিকাদান কর্মসূচির আওতায় থাকবে। ফলে সেখানেও তারা নিজস্বভাবে তিন দিনের মানবিক যুদ্ধ বিরতি পালন করবে। এক্ষেত্রে প্রয়োজনে ইসরাইল অতিরিক্ত আরও এক দিন যুদ্ধ বিরতি পালনে সম্মত হয়েছে।

খবরে বলা হয়, এ কর্মসূচির আওতায় ১০ বছরের কম বয়সী ছয় লাখ ৪০ হাজারেরও বেশি শিশুকে টিকা দেওয়া হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপ-মহাপরিচালক মাইকেল রায়ান জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেছেন, এক্ষেত্রে ‘আমরা সকল পক্ষের প্রতিশ্রুতি মেনে চলার জন্য গুরুত্ব দিচ্ছি।’

তিনি আরও বলেন, পোলিও’র প্রকোপ বন্ধ করতে এবং এর আন্তর্জাতিক বিস্তার রোধে প্রচারাভিযানের প্রতিটি রাউন্ডে কমপক্ষে ৯০ শতাংশ শিশুকে পোলিও টিকার আওতায় আনা প্রয়োজন। গাজায় পোলিও ভ্যাকসিনের (এনওপিভি২) ১২ লাখ ৬০ হাজার ডোজ বিতরণ করা হয়েছে এবং সেখানে এখনও আরো চার লাখ ডোজ ভ্যাকসিন পৌঁছাতে হবে।

ইসরাইলের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র ওরেন মারমর্স্টেইন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় বলেছেন, তার সরকার ‘পোলিও ঠেকাতে গাজা উপত্যকায় শিশুদের টিকা দেওয়ার জন্য ডব্লিউএইচও এবং ইউনিসেফের সাথে বড় ধরনের অভিযানের সমন্বয় করেছে।’

এদিকে হামাস বলেছে, তারা ‘জাতিসংঘের মানবিক যুদ্ধবিরতি’ সমর্থন করে।

জাতিসংঘে মার্কিন ডেপুটি অ্যাম্বাসেডর রবার্ট উড বলেছেন, বিলম্ব না করে এ কর্মসূচি বাস্তবায়ন করা জরুরি।
তিনি টিকাদান কর্মসূচি পরিচালনাকারী সংস্থাগুলোর গাজায় প্রবেশ সহজতর করা এবং কার্যক্রম চলাকালে শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করতে ইসরাইলকে সামরিক অভিযান থেকে বিরত থাকার আহ্বান জানান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি